বহু বছর পর সাহারা গোষ্ঠীর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে জমা রাখা টাকা ফেরত পাওয়ার সুযোগ পাচ্ছেন লগ্নিকারীরা। তবে পাওয়ার দাবি জানাতে হবে অনলাইনে। তার জন্য নতুন একটি পোর্টাল খোলা হল। যদিও তা খোলা হল সেন্ট্রাল রেজিস্ট্রার অফ কো অপারেটিভ সোসাইটিস এর তত্ত্বাবধানে। ফলে প্রায় দশ বছর পর টাকা ফেরত পাওয়ার আশার আলো লগ্নিকারীদের সামনে।
সাহারা গোষ্ঠীভুক্ত দু’টি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে টাকা জমা রাখার ঘটনা ঘিরে বিতর্ক শুরু প্রায় দশ বছর আগে। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি সাহারা গোষ্ঠীকে নির্দেশ দিয়েছিল অবিলম্বে লগ্নিকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য। কিন্তু সাহারা গোষ্ঠী তা ফেরাতে পারেনি। যার জেরে গ্রেপ্তার হতে হয় সাহারা কর্তা সুব্রত রায়কে l তিন বছরেরও বেশি সময় বিচারাধীন বন্দি থাকার পর জামিন পান সাহারা কর্তা।