Tripura News Live

[t4b-ticker]

হৃদরোগে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে প্রয়াত হলেন বামফ্রন্টের বিধায়ক শামসুল হক

মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে প্রয়াত হলেন বামফ্রন্টের বিধায়ক শামসুল হক l তিনি বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। বুধবার সকালে রাজ্য বিধানসভায় প্রয়াত বিধায়ক শামসুল হককে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার শাসক ও বিরোধী দলের সকল সদস্য সদস্যারা l উপস্থিত সকলেই প্রয়াত বিধায়ককে পুষ্প স্তবক দিয়ে শেষ বারের মত শ্রদ্ধা জানান l বিধায়ক এর আকস্মিক মৃত্যুতে গভীর শোকাহত তার সহ কর্মীরা l

ADVERTISEMENT

Click here