আমন মরসুমে সারা রাজ্যে ১ লক্ষ ৪৮ হাজার হেক্টর এলাকায় আমন ধান চাষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ‘মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রুপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ নামে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এজন্য রাজ্য সরকারের অতিরিক্ত ৬৫ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয় হবে। আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এ সংবাদ জানান। তিনি জানান, এবছর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় আউস ধানের ফলন আশানুরূপ হয়নি। তাই আমন ধানের ফলন বাড়ানোর উপর বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, সাধারণত প্রতি হেক্টরে ৩ হাজার ২০০ কেজি আমন ধান ফলন হয়, কিন্তু এবছর প্রতি হেক্টরে অতিরিক্ত ৫০০ কেজি আমন ধান ফলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই উদ্দেশ্য পূরণের জন্য কৃষকদের তিনি ৫টি প্রাথমিক নীতি মেনে চলার জন্য গুরুত্বারোপ করেন।