Tripura News Live

[t4b-ticker]

২০২২-২৩ অর্থবর্ষে পোস্ট মেট্রিক স্কলারশীপের জন্য রাজ্য ওবিসি দফতরে ২০ হাজার ৭৩টি আবেদন জমা পড়েছে

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা । এদিন সাংবাদিক সম্মেলনে দফতরের সচিব ও উপ সচিব উপস্থিত ছিলেন।দফতরের কাজকর্ম নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রি শান্তনা চাকমা বলেন, ২০২২-২৩ অর্থবর্ষে পোস্ট মেট্রিক স্কলারশীপের জন্য রাজ্য ওবিসি দফতরে ২০ হাজার ৭৩টি আবেদন জমা পড়েছে। সেখান থেকে ৭৫৪০টি আবেদন বাছাই করা হয়েছে।এরজন্য বরাদ্দ করা হয়েছে ২১ কোটি ১৭ লক্ষ টাকা। খুব শীঘ্রই ছাত্র-ছাত্রীদের পোস্ট মেট্রিক স্কলারশীপের টাকা দেওয়া হবে বলে মন্ত্রী জানান। এদিন তিনি প্রি-মেট্রিক স্কলার শিপ সহ বিভিন্ন স্কীম নিয়েও আলোচনা করেন । বর্তমান সরকার রাজ্যের সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছে। রাজ্যে অন্যান্য পশ্চাদপদ শ্রেণীর মানুষের কল্যাণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সবকা সাথ, সবকা বিকাশের স্লোগানকে সামনে রেখে জাতি, জনজাতিসহ অন্যান্য সকল অংশের মানুষের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা একথা বলেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যাণ মন্ত্রী শ্রীমতি চাকমা দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিবরণ এবং সুবিধাভোগীদের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, শিক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ওবিসি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্প রয়েছে, এরমধ্যে অন্যতম হল প্রথম থেকে দশম শ্রেণীতে পাঠরত ওবিসিভুক্ত ছাত্রছাত্রীদের প্রি-মেট্রিক স্কলারশীপ প্রদান। ২০২২-২৩ অর্থবছরে ২৫ হাজার ৬৯৬টি আবেদন ন্যাশনাল স্কলারশীপ পোর্টালে জমা পড়েছে। ইতিমধ্যেই ৩ হাজার ১৫০ জন ছাত্রছাত্রীদের জন্য স্কলারশীপ মঞ্জুর করা হয়েছে ৫৯ লক্ষ ২৫ হাজার টাকা। একাদশ শ্রেণী থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়স্তরে পাঠারত এবিসিভুক্ত ছাত্রছাত্রীদের পোষ্ট মেট্রিক স্কলারশীপের জন্য ন্যাশনাল স্কলারশীপ পোর্টালে আবেদন জমা পড়েছে ২০ হাজার ৭৩টি। এরমধ্যে স্কলারশীপ হিসাবে ৭ হাজার ৫৪০ জন ছাত্রছাত্রীকে ২১ কোটি ১৭ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

ADVERTISEMENT

Click here