Tripura News Live

[t4b-ticker]

২০ মার্চ আগরতলায় বিশেষ লোক আদালত

পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও জাতীয় আইনসেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং ‘আজাদিকা অমৃত মহোৎসব’ এর অংশ হিসাবে মার্চ, ২০২২ পশ্চিম ত্রিপুরা জেলা ভোক্তা আদালত, খাদ্যভবন, গোর্খাবস্তি, আগরতলাতে বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে।

এতে বিগতদিনে বিভিন্ন শপিংমল থেকে জিনিসপত্র কেনার পর টাকার বিনিময়ে যে ক্যারিব্যাগ দেওয়া হয়েছিল সেই ক্যারিব্যাগ সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তির জন্য নেওয়া হবে এবং ২৬ মার্চ, ২০২২ তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিধাই মোহনপুর পশ্চিম ত্রিপুরা, ২৭ মার্চ, ২০২২ বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, জিরানীয়া, পশ্চিম ত্রিপুরাতে মোবাইল লোক আদালত অনুষ্ঠিত হবে।

এতে ট্রাফিক চালান সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তির জন্য নেওয়া হবে। তাছাড়া আগামীদিনে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত ৯টি ব্লকে বিভিন্ন তারিখে আইনি পরিষেবা শিবিরের আয়োজন করা হবে।

ADVERTISEMENT

Click here