Tripura News Live

[t4b-ticker]

২০ লক্ষ কোটি টাকার গ্যারান্টি দিতেই বেঙ্গালুরুতে বৈঠকে বসেছে বিরোধী দলগুলি

২০ লক্ষ কোটি টাকার গ্যারান্টি দিতেই বেঙ্গালুরুতে বৈঠকে বসেছে বিরোধী দলগুলি। এমনটাই দাবি করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার পোর্ট ব্লেয়ারের বিমানবন্দর উদ্বোধনের ভাষণ দিতে গিয়ে বিরোধীদের মহাজোটকে আক্রমণ করলেন তিনি। নরেন্দ্র মোদি সাফ জানালেন, বিরোধীদের দোকানে আসলে দুর্নীতি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এই জোট আসলে একটি জিনিস তৈরি করে সেখানে অন্য সংস্থার লেবেল লাগানোর মত বিষয়। একই সঙ্গে বিরোধী জোটকে পারিবারিক গণতন্ত্র বলেও তোপ দাগেন মোদি। প্রসঙ্গত, বিরোধী বৈঠকের দিনই এনডিএ শরিকদের নিয়েও বৈঠকে বসতে চলেছে শাসক দল বিজেপি।

ADVERTISEMENT

Click here