২৮শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। এই উপলক্ষ্যে এদিন সকালে মধ্য প্রতাপগড় ইউ পি এইচ সি’র উদ্যোগে রাজধানীর রামঠাকুর সংঘ এলাকায় জন সাধারণকে হেপাটাইটিস বিষয়ে সচেতন করতে এক সচেতনতা মূলক রেলি সংগঠিত করা হয়। আয়োজিত রেলিতে উপস্থিত ছিলেন উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা ও আশা কর্মীরা।