শিক্ষা দপ্তরের অধীনে ৩০০ জন স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ করা হবে। এরমধ্যে সোসিওলতি স্নাতকোত্তর শিক্ষকের জন্য পদ ৭৫টি, সাইকোলজির জন্য ৭৫টি, জিওগ্রাফির জন্য ৭৫টি এবং ইকোনমিক্সের জন্য রয়েছে ৭৫টি পদ। এর বাইরেও ৬৪ জন স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ করা হবে।
সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ মন্ত্রিসভার এই সিদ্ধান্তের সংবাদ জানান।
৩০০ জন স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রি সভায় গৃহীত এই সিদ্ধান্তের কথা শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে জানান রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানিয়েছেন যে ৩০০ জন স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ করা হবে এর মধ্যে সোসিওলজি বিষয়ে ৭৫ জন, সাইকোলজিতে ৭৫ জন, ভূগোল বিষয়ে ৭৫ জন এবং অর্থনীতি বিষয়ে ৭৫ জন। পাশাপাশি তথ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানিয়েছেন ৩৪৮ জন গ্রাজুয়েট স্পেশাল এডুকেটর নিয়োগ করবে রাজ্য সরকার।