বারোদিনবাপী ৪০তম আগরতলা বইমেলা আগামী ২৫ মার্চ থেকে শুরু হতে চলছে।
মেলা শেষ হবে ৫ এপ্রিল। এই উপলক্ষে পুস্তক বিক্রেতা প্রকাশকদের মধ্যে স্টল বটনের উদ্দেশ্যে আজ কম্পিউটারাইজড লটারি অনুষ্ঠিত হয়।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা কার্যালয়ে আয়োজিত এই লটারিতে মোট ১২১টি স্টলের লটারি করা হয়েছে।
এই উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বলেন, আগামী ২৫ মার্চ বিকাল ৪টায় হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করা হবে।
মেলার স্টল বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য গত ৩ বছর ধরে আধুনিক পদ্ধতিতে লটারির ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, এই বারের মেলায় রেকর্ড সংখ্যক বইয়ের স্টল থাকবে।
তিনি আশা প্রকাশ করেন সকলের সামগ্রিক সহযোগিতায় এই মেলা ঐতিহাসিক রূপ নেবে।