উত্তরপ্রদেশ (Uttarpradesh)-উত্তরাখণ্ডে (Uttarakhand) নিরঙ্কুশ বিজেপি (BJP), মণিপুর (Manipur)-গোয়ায় (Goa) একক বৃহত্তম। বড়সড় চমক দিয়ে ঝাড়ু-ম্যাজিকে পাঞ্জাব দখল আপের। পাঁচ রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস।
গোয়া বিধানসভা ভোটে দাগ কাটতে পারল না তৃণমূল। একটিও আসনে জিততে পারলেন না তৃণমূলের প্রার্থীরা। বরং গোয়ায় তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ফল ঘোষণার পরই বিজেপিকে সরকার গড়তে সমর্থন করল।
৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কার। ৪ রাজ্যই দখল করেছে বিজেপি।
তিন দশক পর, উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল কোনও সরকার। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) হাত ধরে রেকর্ড ছুঁল বিজেপি (BJP)।
৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কার। ৪ রাজ্যই দখল করেছে বিজেপি। নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। বেড়েছে ভোট শতাংশ। এর ফলে ২০২৪ সালে দিল্লির মসনদে যে আবার বিজেপিই বসতে চলেছে তা আগামই বলে দেওয়া যায়। কারন এই মুহুর্তে বিজেপিকে চ্যালেঞ্জ করার মতো কোন শক্তিশালী বিরোধী শক্তি দেশে নেই।
এই জয় বিজেপির জয়। এই জয় নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্য নাথের জয়। কঠিন চ্যালেঞ্জের মুখে সহজ ভাবে জয় ছিনিয়ে নিয়ে ২০২৪’এর ফাইনালের রাস্তা অনেকটাই সহজ করে দিয়েছেন নরেন্দ্র মোদিরা। এর ফলে ২০২৪ ক্ষমতা দখল অনেকটাই সহজ হবে বিজেপির পক্ষে। দেশে এখন বিজেপির কোন প্রতিপক্ষই নেই। নেই প্রধান বিরোধী দলও। কংগ্রেস অবলুপ্তির পথে। বার বার ব্যর্থ তৃণমূল কংগ্রেস।