Tripura News Live

[t4b-ticker]

রাজ্য জুড়ে ব্যাপক হারে পালন করা হবে “হর ঘর তিরঙ্গা”: মুখ্যমন্ত্রী

রাজ্য জুড়ে ব্যাপক হারে পালন করা হবে “হর ঘর তিরঙ্গা” কর্মসূচি । মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা । মুখ্যমন্ত্রী এদিন জানান “হর ঘর তিরঙ্গা” কর্মসূচিকে সামনে রেখে রাজ্যের ৮টি জেলায় ৫ লাখ ৩৭ হাজার জাতীয় পতাকা বিতরণ করা হবে । পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে আগরতলা শহরের উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গন, সিটি সেন্টার , হেরিটেজ পার্ক, এম বি বি কলেজ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে “সেলফি বুথ” তৈরি করা হয়েছে ।

এই সেলফি বুথে জাতীয় পতাকার সাথে ছবি তুলে http://www.harghartiranga.com এই ওয়েবসাইটে আপলোড করা যাবে । তাছাড়াও নিজের নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের ছবি এই ওয়েবসাইটে আপলোড করা যাবে ।

রাজ্যজুড়ে এই “হর ঘর তিরঙ্গা” কর্মসূচিকে সফল করার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী

ADVERTISEMENT

Click here