ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণার পর থেকে গোটা রাজ্যজুড়ে একাংশ ছাত্রছাত্রীরা অসন্তোষের কারনে বিক্ষোভ কর্মসূচীতে সামিল হয়েছে।
মঙ্গলবার রাজধানীতে ছাত্রছাত্রীদের আন্দোলনের উপর পুলিসের মারধরের ঘটনাকে নিন্দা জানিয়ে এবং ছাত্রছাত্রীদের পাশ করানোর দাবী জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির কাছে ডেপুটেশন দিল SFI এবং TYF’র রাজ্য নেতৃত্ব।
এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।