Tripura News Live

[t4b-ticker]

আমবাসা ব্লকে ৮৫৮০ পরিবার মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার আওতায়

চলতি অর্থবছরে ধলাই জেলার আমবাসা ব্লক এলাকার ৮ হাজার ৫৮০টি পরিবারকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার আওতায় আনা হবে।

ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা মহঃ মোসলেমউদ্দিন আহমেদ এই সংবাদ জানান। তিনি জানান, এই প্রকল্পে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে জেলার আমবাসা ব্লকের ৩৭১টি পরিবারকে হাস মুরগী পালন, ৯০টি পরিবারকে শূকর পালন এবং ৪৫টি পরিবারকে ছাগল পালনের মাধ্যমে স্বনির্ভর করার লক্ষ্যে সহায়তা দেওয়া হবে।

মৎস্য দপ্তর থেকে ব্লকের ৪৭২টি পরিবারকে মাছের পোনা দেওয়া হবে। এছাড়া বন দপ্তরের মাধ্যমে ব্লকের ৩ হাজার ৩৭৬টি পরিবারকে বিভিন্ন জাতের চারা দেওয়া হবে।

তাছাড়া কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং উদ্যান পালন দপ্তর থেকে ৩ হাজার ৫৫টি পরিবারকে এই প্রকল্পের অন্তর্ভূক্ত করে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানো হবে।

ADVERTISEMENT

Click here
%d bloggers like this: