Tripura News Live

[t4b-ticker]

ঈদ-উল্-জোহা (বকরিদ)উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

ঈদ-উল্-জোহা (বকরিদ)উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

ঈদ-উল্-জোহা (বকরিদ)উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুসলীম সম্প্রদায়ের জনগণসহ সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন-এই উৎসব ত্যাগ, তিতিক্ষা ও আত্মশুদ্ধির উৎসব। আত্মশুদ্ধি ও ত্যাগের মধ্য দিয়ে রচিত হোক পারস্পরিক সৌহার্দ্য। রাজ্যের উন্নয়নের ধারায় উৎসবের এই বার্তা প্রসারিত হোক।

গত বছরের মতো এবছরও এক ভিন্নতর প্রেক্ষাপটে এই উৎসব উদ্যাপিত হচ্ছে। কোভিড-১৯ সংক্রমণজনিত পরিস্থিতিতে দেশ ও নিজেদের স্বার্থে সামাজিক দুরত্ব বজায় রেখে কোভিড-সংক্রান্ত নির্দেশিকা অনুসারে এবারেও এই উৎসব পালিত হোক।

আমি রাজ্যের সকল অংশের জনগণের সুস্থতা ও নিয়ন্ত্রিত গতিযুক্ত জীবন প্রত্যাশা করছি।

ADVERTISEMENT

Click here
%d bloggers like this: