দায়িত্বে অনিয়ম এবং নেশা কারবারীদের সঙ্গে সখ্যতা থাকার অভিযোগে এডিনগর থানার ওসিকে সাময়িক বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী।
সোমবার রাতে অন্যান্য দিনের মতো রাত্রিকালীন কার্ফুর পরিস্থিতি খতিয়ে দেখতে বের হয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এডিনগর এলাকায় যেতেই তার নজরে আসে এলাকার বিপুল অংশের স্ট্রিট লাইট বন্ধ। সেই সময় ২৫-৩০ জনের মাদক কারবারীর দল মুখ্যমন্ত্রীকে দেখে পালিয়ে যায়।
আর সেই কাজে সরাসরি সাহায্য করেছেন ওসি কিরণ শঙ্কর চৌধুরী। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কিরণ শঙ্করকে বরখাস্তের নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি এলাকাবাসী সুত্রে জানতে পেরেছেন রাস্তার লাইট বন্ধ করে দিয়েই নাকি ঐ সকল মাদক কারবারীরা এলাকায় মাদক পাচার অব্যাহত রেখেছে।