গাঁজা বিরোধী অভিযানে ফের সাফল্য পেল পুলিস। মঙ্গলবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চম্পকনগরের সাধুপাড়া নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে একটি লরি থেকে ২২৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিস।
আটক করা হয়েছে হরিয়ানার নাম্বার লাগানো HP62A-1319 নম্বরের লরি।
গ্রেফতার রবীন্দ্র সেন এবং দর্শন কুমার নামে দু’জন। SDPO সুমন মজুমদার জানিয়েছেন জিরানীয়া থানার ওসির কাছে গোপন সূত্রের খবর ছিল বহিঃরাজ্যের লরিতে করে গাঁজা পাচার হচ্ছিল।
সূত্রের খবরেই গাঁজা আটক করে তল্লাশি চালিয়ে সাফল্য পায় পুলিস।