মেলাঘরের স্বয়ংসিদ্ধা পাগলী মাসীর তিরোধানে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
পাগলী মাসীর আশ্রমে তার প্রতি অন্তিম শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অগণিত মানুষের বিশ্বাস, শ্রদ্ধার ও পূজনীয় পাগলী মাসীর প্রদর্শিত পথকে প্রত্যেকের জীবনে অনুসরণ করতে পারলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে৷
মুখ্যমন্ত্রী বলেন, পাগলী মাসী শুধুমাত্র রাজ্য নয় দেশের গন্ডি ছাড়িয়ে বহির্দেশের অগণিত ভক্তদের কাছেও পূজনীয় ছিলেন।
পাগলী মাসীর আশ্রমে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক সুভাষ দাস, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, সিপাহীজলা জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী প্রমুখ।