পুর এলাকায় কমছে করোনা সংক্রমণ। ব্যাপক টিকাকরণের সুফলে কমছে সংক্রমণ। রাজ্যে মোট করোনার ভ্যাকসিন এসেছে ১৬ লক্ষ ০১ হাজার ৫৯৬ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ ১০ লক্ষ ৯৪ হাজার ১৮টি, দ্বিতীয় ডোজ ৫ লক্ষ ০৭ হাজার ৫৭৮টি। মোট জনসংখ্যার ৪২ শতাংশ টিকাকরণ সম্পন্ন হয়েছে রাজ্যে। যা গোটা দেশে নজীরবিহীন।
২৯ মে গোটা রাজ্যের সংক্রমণের হার ছিল ৬.৩৯ শতাংশ। একদিনের ব্যবধানে ৩০ মে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ২.৫১ শতাংশ।
আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন রাজ্যের ৪৫ উর্দ্ধে ৮৯ শতাংশ নাগরিকদের টিকাকরণ সম্পন্ন হয়েছে।
যেখানে জাতীয় গড় ৩৫ শতাংশ। এক্ষেত্রে গোটা দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শীর্ষে রয়েছে ত্রিপুরা। তিনি পশ্চিম ত্রিপুরা সহ আগরতলা পুর নিগমের করোনা সংক্রান্ত পরিসংখ্যান জানাতে গিয়ে বলেন, গত ২৯ মে পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমণের হার ছিল ১৬.৬৭ শতাংশ। ৩০ মে কমে হয়েছে ৩.১২ শতাংশ।
আগরতলা পুর নিগম এলাকায় গত ২৯ মে সংক্রমণের হার ছিল ১৭.৪৮ শতাংশ, ৩০ মে তা কমে ৬.৪০ শতাংশ হয়েছে। তিনি আরও জানান, রাজ্যের ৪৫ উর্দ্ধে ৯০ হাজার মানুষের টিকাকরণ হয়েছে। শতাংশের নিরিখে ৮৬৩ শতাংশ এবং ৬০ ঊর্দ্ধ ৬৪ হাজার ৫৩৯ জনের টিকাকরণ হয়েছে।