Tripura News Live

[t4b-ticker]

মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ প্রকল্প রাজ্যে ৬ লক্ষ ১৭ হাজার ১৯৫টি পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে ১ হাজার টাকা

মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ প্রকল্পে রাজ্যে সুবিধাভোগীদের প্রতি পরিবারে ১,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই প্রকল্পে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর আর্থিক সহায়তা বাবদ ১,০০০ টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা দিচ্ছে।

আধার ভিত্তিক ডিবিটি ১ জুন থেকে শুরু হয়েছে। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর থেকে এক প্রেস রিলিজে জানানো হয়েছে, এখন পর্যন্ত চিহ্নিত ৬,৩০,০৮২টি অন্ত্যোদয়, প্রায়োরিটি হাউসহোল্ড এবং যোগ্য এপিএল পরিবারে এই টাকা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তারমধ্যে এখন পর্যন্ত ৬ লক্ষ ১৭ হাজার ১৯৫টি পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে মোট ৬১,৭১,৯৫,০০০ টাকা জমা পড়েছে।

যেসব পরিবার এখনও এই আর্থিক সহায়তা পাননি তাদের সংশ্লিষ্ট মহকুমার খাদ্য বিভাগে রেশন কার্ড ও ব্যাংকের পাস বই সহ যোগাযোগ করতে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর থেকে বলা হয়েছে।

ADVERTISEMENT

Click here
%d bloggers like this: