মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় ৭,২৮৬ জন ছাত্রছাত্রীকে স্মার্ট ফোন ক্রয়ে সহায়তা
কলেজের শেষ বর্ষের ছাত্রছাত্রীদের ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় স্মার্ট ফোন কেনার জন্য ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
২০১৯-২০ শিক্ষাবর্ষে ৮,৮৯৩ জন ছাত্রছাত্রী এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করেছিলো।
এখন পর্যন্ত ৭,২৮৬ জন ছাত্রছাত্রীকে এই সহায়তা দেওয়া হয়েছে।
২০২১-২২ অর্থবছরে রাজ্যে ১৫ হাজার ছাত্রছাত্রীকে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় স্মার্ট ফোন ক্রয়ে আর্থিক সহায়তা দেওয়া হবে।
তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধিকর্তা নরেশ বাবু এন এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।