রাজ্যে সাংবাদিকদের জন্য প্রথমবার চালু হল দুটি নতুন প্রকল্প। এই প্রকল্পগুলো হল “ত্রিপুরা জার্নালিস্টস সম্মান পেনশন স্কিম ২০২১” এবং “জার্নালিস্টস পরিবার সুরক্ষা পেনশন স্কিম ২০২১”।
আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে দুটি স্কিমেরই অনুমোদন দেওয়া হয়েছে। পেনশন স্কিমে কর্মরত সাংবাদিকরা অবসরের পরে পাবেন মাসে ১০ হাজার টাকা করে পেনশন এবং সাংবাদিক পরিবার সুরক্ষা স্কিমে রয়েছে কর্মরত অবস্থায় কোন সাংবাদিকের মৃত্যু হলে তার পরিবারকে ৫ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে।
আগরতলা প্রেসক্লাব মনে করে সাংবাদিকদের জন্য এই দু’টি প্রকল্প ঐতিহাসিক। এর জন্য আগরতলা প্রেসক্লাব রাজ্য সরকারকে বিশেষ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জ্ঞাপন করছে। এর ফলে রাজ্যের সাংবাদিকদের দীর্ঘদিনের দাবী পূরণ হয়েছে এবং সাংবাদিকদের আর্থিক সঙ্কটজনিত অবস্থার স্থায়ী সমাধানের সম্ভাবনা হয়েছে বলে মনে করছে আগরতলা প্রেসক্লাব।
সাংবাদিকদের অবসরের সময় তাদের পরিবারের কথা বিবেচনা করে এই প্রকল্প চালু করায় আগরতলা প্রেসক্লাব মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।