করোনা আবহে সাংবাদিকদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আগরতলা প্রেস ক্লাবকে সহায়তার হাত বাড়িয়ে দিল রোটারি ক্লাব অফ আগরতলা।
আজ এক অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে ও সহ সভাপতি অরুন নাথের হাতে সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসা সামগ্রী তুলে দেন রোটারি ক্লাব অফ আগরতলার সভাপতি অনিল চন্দ্র দেবনাথ।
আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো এই চিকিৎসা সামগ্রীগুলি দিয়ে স্থায়ী ভাবে গড়ে তোলা হবে সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দর।
প্রতিদিন ব্লাড সুগার, প্রেসার, অক্সিজেন লেভেল সহ আরও অনেক কিছু পরীক্ষার সুযোগ থাকবে।
রোটারি ক্লাব অফ আগরতলাকে তাদের এই সহায়তার জন্য এক বার্তায় ধন্যবাদ জানিয়েছে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার।