Tripura News Live

[t4b-ticker]

বিপ্লব দেবকে নিয়ে অসমের একটি ফেসবুক পেজ থেকে অপপ্রচার সম্মানহানির প্রয়াস ;পুরোটাই ভিত্তিহীন- বিনোদ সোনকর

It is a totally fake news : Vinod Sonkar


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিয়ে অসমের একটি চ্যানেলের নাম করে ফেসবুক পেজ থেকে অপপ্রচার সম্মানহানির প্রয়াস।

মোটা অঙ্কের বিনিময়ে ভুয়ো ও সম্মানহানিকর প্রচার।

বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অসমের একটি টিভি চ্যানেল এই সংক্রান্ত খবর সম্প্রচার করেছে।

পুরোটাই ভিত্তিহীন বলেছেন বিজেপি রাজ্য প্রভারি বিনোদ সোনকর।

ADVERTISEMENT

%d bloggers like this: