করোনা পরিস্থিতিতে সমস্ত বিধিনিষেধকে উপেক্ষা করেই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন বাম নেতাকর্মীরা।
রাজনগরের বিধায়ক সুধন দাসের উপর হামলা এবং রাজধানীর ধলেশ্বর এলাকায় সোমবারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে সিপিএম
মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকেও এদিন রাজ্য পুলিসের মহানির্দেশকের কাছে ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেফতারের দাবী জানিয়ে এক ডেপুটেশন প্রদান করা হয়।