কোভিড বিধি অমান্য করলে অ্যান্টিজেন টেস্ট করা হবে জনবহুল এলাকায় ও যানবাহনে মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখার মত কোভিডের আদর্শ আচরণবিধি অমান্য করা হলে খোয়াই জেলায় অমান্যকারীর ঘটনাস্থলেই কোভিডের অ্যান্টিজেন টেস্ট করা হবে।
পরীক্ষায় কেউ কোভিড পজিটিভ সনাক্ত হলে তাকে হোম আইসোলেশনে বা কোভিড কেয়ার সেন্টারে পাঠানো হবে।
জেলায় কোভিডের সংক্রমণ নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫’র ৩০(২) (এফ) ধারা অনুযায়ী খোয়াই জেলার জেলাশাসক এই মর্মে এক আদেশ জারী করেছেন।
এই আদেশে বলা হয়েছে কোভিডের আচরণবিধি যথাযথভাবে মানা হচ্ছে কিনা সে বিষয়ে এনফোর্সমেন্ট টিম অভিযান জারী রাখবে।
কোন ব্যক্তি কোভিড টেস্টের বিষয়ে বা আইসোশেনে থাকার বিষয়ে বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫’র ৫১(এ) ও (বি) ধারা অনুযায়ী এবং আইপিসি’র ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।