রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রাজ্যের ৭ লক্ষ পরিবারে অবিলম্বে ১ হাজার টাকা করে প্রদান করা, বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা, সমস্ত চিকিৎসকদের জন্য চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা সহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সদর মহকুমা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে সিট্যু।
অবিলম্বে করোনা পরিস্থিতিতে এইসকল দাবী পূরণের আহ্বান জানানো হয়েছে সিট্যুর পক্ষ থেকে।
পাশাপাশি রাজ্য সরকারের কাজকর্ম নিয়েও তুমুল সমালোচনা করেছেন উপস্থিত সিট্যু নেতারা।